অহর্নিশি স্বপ্ন বুনে চলেছি ; ফলাফল বুদ্ধিনাশ । সব স্বপ্নই তোমাকে ঘিরে । জ্বলন্ত প্রেমের ; ছোট্ট ঘর এবং সবুজ প্রান্তরের । সচরাচর সবাই যেমনটি দেখে ! গদাই লস্করি চালে , আমার প্রেম এগিয়ে চলে , গহীন জীবনে । ক্লান্তিকর এ প্রেমের রাজ্যে , আমি এক ঘুমকাতুরে গোবেচারা । প্রেম বড় অহেতুক !?
Category: প্রেম নির্ভর কাঁচা কাব্য
ভালবাসা দিবসে আমি
ভালবাসার ব্যবসায়িক দিবসে, আমি ব্যস্ত অন্বেষণে । ৪কিলোবাইট/সেকেন্ড এ স্বপ্নগুলো ডাউনলোড হচ্ছে ; বিতিকিচ্ছিরি অবস্থা । অপেক্ষায় ভালবাসা উবে যায় । তাই ভালবাসার দিনে, আমি একা একা ভেরেন্ডা ভাজি ।
প্রবেশাধিকার
আমি তোমার শরীরের প্রতিটি জায়গার প্রবেশাধিকার চাই । দাড়োয়ান কিংবা কুকুর যাকে দিয়েই করাও না তাড়া ; আমি টপকে পার হব তোমার জমিন ঘেরা বেড়া ।
আষাঢ়স্য কবিতা
বর্ষাকে ঠাহর করতে গিয়ে এবার আষাঢ়স্য প্রথম দিবসে আমি মাচান খুঁজি । বর্ষা না আসুক বান ডেকে গেছে। এ মৌসুমে কদম ফুল হাতে নিয়েছি একবার। প্রেমিকার খোঁপায় গুঁজতে গিয়ে সেটাও হারিয়ে গেছে। এবার খুব জোরেসোরে নামবে, এরকমই শোনা যাচ্ছে। তা নামুক । তবে আমার আবেগকে ভাসিয়ে না নিয়ে গেলেই হয়।
জনৈকার প্রতি
তোমার গল্প আমি ঢের শুনেছি — রোজ শুনেছি । প্রতিটি মোড়ে ; সকালে বিকালে ; ব্যস্ততায় অবসরে । একদিন আমি তোমাকে দেখি । তারপর আমিও তাদের একজন ; যারা রোজ তোমার গল্প করে ।
ভালোবেসে ফতুর হতাম
যদি না হতাম অন্ধকারের কেউ | ভালবাসা এত তীব্র হতো … পাল্টে যেতে থাকতো না ভয় ! অথবা থাকতো স্বপ্ন … অফিস ফেরতা চুমুর ! তবে তোমাকে ভালোবেসে আমি ফতুর হতাম !? চওড়া বুক … সুগঠিত মাংসল দেহ … আর থাকতো যদি বুক ভরা সাহস ; তোমাকে পেতে … দ্বন্দ্ব যুদ্ধে ঝাপিয়ে পড়তে … করতাম… Continue reading ভালোবেসে ফতুর হতাম