অহেতুক, না অন্য কিছু

প্রতিশ্রুতি ভরা একটা অধ্যায় ফুরিয়ে গেল ।
কান্নার দমকে ছিটকে আসে পরবর্তী জীবন ।
অহরহ মনে পড়াটা ছিঁড়ে ফেলতে চায়,
তবু লেপ্টে থাকে ।

চৌরাস্তার মোড়ে ব্যস্ত সময় কাটে ।
এবং ব্যস্ততাও মলিন ।
‘খুলে ফেলো অন্তর্বাস,
স্বেচ্ছা স্বাধীন আজ তুমি, জৈবিকতার টানে ছোটো ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *