ব্রাত্য

যখন নিজের হৃদয় চিড়ে দেখলাম,
দেখলাম সেখানে
নোংরা চিন্তার স্তূপ।
অব্যবহৃত শক্তি।
পুরান-বাতিল সব ভালোবাসার কৌটা।
অসফলতার কয়েকটি জীর্ণ সার্টিফিকেট।
খসে পড়া বই-এর মাঝে প্রেমিকার ছবি।
ঘৃণার বাঁশিটার নাজেহাল অবস্থা ।
পচে যাওয়া আশা।
ছাতা পড়া বিশ্বাস (পৃথিবীর প্রতি) ।
ছিঁড়ে যাওয়া ব্যক্তিত্ব ।

রীতিমতো , ব্রাত্য আমি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *