স্বপ্নপোকার রোজনামচা অসহায়তা By প্রগলভ তারিক on Tuesday, May 10, 2011 অসহায়ত্ব এবং দীর্ঘপথে আমরা একগাদা মানুষ । তবু একা অনির্দেশিত পথে, হেঁটে যেতে যেতে ভাবনায় থেমে, থমকে যায় । অসহায়ত্ব আমার পিঠে খামচি দেয় । শেষপর্যন্ত, বাড়াবাড়ি রকমের এটা, আমাকে ফতুর করে দেবে । Previous Post Next Post Related Posts স্বপ্নপোকার রোজনামচা স্বপ্নপোকার শীৎকার প্রেম নির্ভর কাঁচা কাব্য স্বপ্নপোকার রোজনামচা ভালবাসা দিবসে আমি স্বপ্নপোকার রোজনামচা অহেতুক, না অন্য কিছু