নিঃশব্দে ঘুমাই এসো।
জেগে থাকতে বড় বিচ্ছিরি লাগে।
সব খারাপ এক এক করে টিটকারি দেয়।
তখন আস্হাগুলো মুখ লুকিয়ে বাঁচে।
খানকির বাচ্চা সত্য, মধ্য আঙুল দেখিয়ে হাসে।
বোকা ভুলগুলো পাছায় লাথি মারে।
খচ্চর লোভ আমাকে বারবার ছোট করে।
যন্ত্রনাগুলো চিৎকার করে মরছে, বিরক্তিকর।
তোমাদের কি তবু মনে হয় না এসবের চাইতে ঘুম ভালো ?