তুমি মুক্ত হবে

তুমি মুক্ত হবে ।
যখন সমস্ত স্বপ্ন আর ভালোবাসার গল্প
আমি তোমাকে জানাব ।
ঘুম জড়ানো ভাবনা
তোমাকে জাগাবে অনেকক্ষণ ।
তারপর অবসাদে ঘুমাবে তুমি ।
স্বপ্নরা আসবে ।
তোমাতে দাপাদাপি করবে তারা ।
ঘুমন্ত শরীর সব সাধ পূর্ণ করবে ।
যে রাতে কুয়াশা বেশি ঝরবে ;
সে রাতে তুমি মুক্ত হবে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *