ভালোবেসে ফতুর হতাম

যদি না হতাম
অন্ধকারের কেউ |
ভালবাসা এত তীব্র হতো …
পাল্টে যেতে থাকতো না ভয় !
অথবা থাকতো স্বপ্ন …
অফিস ফেরতা চুমুর !
তবে তোমাকে ভালোবেসে আমি ফতুর হতাম !?

চওড়া বুক …
সুগঠিত মাংসল দেহ …
আর থাকতো যদি বুক ভরা সাহস ;
তোমাকে পেতে …
দ্বন্দ্ব যুদ্ধে ঝাপিয়ে পড়তে …
করতাম না দ্বিধা ?!
সব উজার করে দিতে …
যদি সংকুচিত না হতাম !
তবে তোমাকে ভালোবেসে আমি ফতুর হতাম !?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *