স্বপ্নপোকার রোজনামচা যেদিন শব্দ হবে By প্রগলভ তারিক on Tuesday, May 10, 2011 যেদিন তুমি ভালবাসার নির্যাস চেটেপুটে খাবে । বাঁকানো শরীরি ঢঙে নাচবে অনুক্ষণ । সেদিন শব্দ হবে । কথোপকথনের জালে আটকে ছটফট করবে আত্না । যখন স্পর্শ এনে দেবে লোভ, অমীমাংসিত সঙ্গমের । সেদিনও শব্দ হবে । Previous Post Next Post Related Posts স্বপ্নপোকার রোজনামচা স্বপ্নপোকার শীৎকার প্রেম নির্ভর কাঁচা কাব্য স্বপ্নপোকার রোজনামচা ভালবাসা দিবসে আমি স্বপ্নপোকার রোজনামচা অহেতুক, না অন্য কিছু