Month: April 2020

শাহবাগ ও আমরা

অন্ধকার আর আলোর, দ্বন্দ্বমুখর মোহনায়। অস্থির হৃদয়ের, স্থির স্পষ্ট কামনায়। পথ আটকে রয়েছি, ঘৃণিত জীবনের অবসান ঘটাতে। তীব্র প্রতিবাদে, নবজাগরণের স্বাদে পাল্টে যাব। অহিংস পথে হাঁটতে থাকবো। বাঁধা এলে, তবেই যুদ্ধ। প্রশ্নবিদ্ধ এখানে, আমাদের প্রস্তুতি, রণকৌশল, হাতিয়ার, সৈনিক (?)   কিংবদন্তির নেতারা, এখনো ঘুমোচ্ছে কী (?) জাগছে শুধু জনতার স্রোত। বাতাস জাগছে এই ভোরে। অনুভব …