যদি না হতাম অন্ধকারের কেউ | ভালবাসা এত তীব্র হতো … পাল্টে যেতে থাকতো না ভয় ! অথবা থাকতো স্বপ্ন … অফিস ফেরতা চুমুর ! তবে তোমাকে ভালোবেসে আমি ফতুর হতাম !? চওড়া বুক … সুগঠিত মাংসল দেহ … আর থাকতো যদি বুক ভরা সাহস ; তোমাকে পেতে … দ্বন্দ্ব যুদ্ধে ঝাপিয়ে পড়তে … করতাম… Continue reading ভালোবেসে ফতুর হতাম
Month: May 2011
কাব্যকে ঘৃণা করি ?
আমি স্পস্ট ভাবে স্বীকার করছি কাব্যকে ঘৃণা করি আমি ও আমার মতো কবিদের | আমি লিখে বা চিন্তায় যা প্রকাশ করি তার কিবাই মেনে চলি | আমি নিজেকে ও অন্য কবি লেখকদের দেখি আমরা কাব্য করি রঙ বাহারি কথার চালান হয় হর-হামেশাই | আমি এই যে এসব লিখছি আমার ভেতরটা কাঁদছে কিছু না করতে পারার… Continue reading কাব্যকে ঘৃণা করি ?
আত্নহননে জিজ্ঞাসা
ঘটনার পর্ববিন্যাসে উপেক্ষিত সম্রাট কি, শেষ পর্যন্ত আত্নহননের পথ বেছে নেবে ? চলে যাবে মৃতদের ঝাঁকে । অথবা ঘুম পরীর স্পর্শে মিলিয়ে যাবে আত্না তার । আর কত কিছু ভাবব … হলদে শাড়ির পাড়ে লেগে আছে কষ্টের দাগ । আর নীল শাড়িতে ফুটে আছে আদরের চিহ্ন । আর কত কিছু ভাবব … ভাবনা থাক চেপে… Continue reading আত্নহননে জিজ্ঞাসা
আমরা একজন নেতা চাই
ধিক কিংবদন্তির চ্যালারা । তোমারা কোথায় ডুব মারলে ? সময় স্তব্ধ ; ভাবখানা এমন, আর কখনই সে জাগবে না । আকাশ, নীল আর জমকালো নয় । সব লক্ষ্যই অভেদ্য । তাই প্রাণীরা চিৎকার করছে, আর মানুষ আর্তনাদে হা করে আছে । ব্যস্ততায়, সবাই দিগ্বিদিক ছুটছে । কিছু বলতে গেলে, লম্বা দৌড়ের কোনো আগামাথা নেই ।… Continue reading আমরা একজন নেতা চাই
যেদিন শব্দ হবে
যেদিন তুমি ভালবাসার নির্যাস চেটেপুটে খাবে । বাঁকানো শরীরি ঢঙে নাচবে অনুক্ষণ । সেদিন শব্দ হবে । কথোপকথনের জালে আটকে ছটফট করবে আত্না । যখন স্পর্শ এনে দেবে লোভ, অমীমাংসিত সঙ্গমের । সেদিনও শব্দ হবে ।
জীবন বোধ
জীবন কামড়ে দেয় । হাতে, পায়ে, মুখে এবং মনে । জীবন কামড়ে দেয় প্রেয়সীর ঠোঁট । আরো কামড় দেয় নিতম্ব এবং স্তনে । কামড়ের দাগ লেগে থাকে কাঁচা মাংসে । কামড়ে ক্ষতবিক্ষত হয় সব ।
জীবন ভাবনা
যাচ্ছেতাই প্রশ্ন যেখানে অদ্ভুত রসিকতার সৃষ্টি করে । ডাস্টবিনে পরে থাকে চিন্তার লাশ । ভাবনাগুলো সব আগুনে পুড়ে মরে । আর কানাগলির মোড়ে ঝুলে থাকে দীর্ঘশ্বাস ।
অনিরুদ্ধ ভালোবাসা
অনিরুদ্ধ ভালো লাগার পশ্চাতে ঝুরোঝুরো স্বপ্ন তালগোল পাকিয়ে শুধু তোমাকেই প্রকটিত করে । এক … দুই উর্ধ্বক্রমে সাজিয়েছি তোমাদের । এবং প্রতিবার, সবশেষে তোমাকে পেয়ে, আমি উল্লাসে টগবগ করে ফুটেছি । তারপর ঝরেছে বৃষ্টি । যদি তুমি দলছাড়া হয়ে, সে বৃষ্টতে ভিজে থাকো ; তবে নিশ্চিত তুমি আমাকে ভালোবাসো ।
পাপের অভিসন্দর্ভ
বর্ধিষ্ণু পাপ, দগদগে পাপ । অসহায় বেঁচে থাকা । অজস্র সাবধানতা ভেঙে যায়, পদতলে লুটিয়ে পড়ে কচি সাধুবাদ । তীক্ষ্ণ সাইরেনে পিছলে যায় রক্তপ্রবাহ । পরিনামে ঝকঝকে সাদা চাদর লাল হতে থাকে । অতঃপর লেজ গজালে, সতেজতা নুইয়ে পড়ে মনুষ্যত্বের । সমাধান কিন্তু নিজ হাতেই আঁকিবুঁকি আঁকে । তবু দগদগে পাপে মাছি খেটে মরে ।… Continue reading পাপের অভিসন্দর্ভ
সিক্ত তুমি
তোমাকে দেখলাম আর দেখে ব্যাকুল হলাম । তোমাকে দেখলাম যেভাবে বৃষ্টি দেখে কবি, জানালার গরাদের ফাঁক থেকে দিগন্তে । যেভাবে সবুজ পাতাগুলো ভিজে যায় রোদ-জল পিছলে পড়ে কচুরিপানায় ; তোমাকে তেমন ভিজতে দেখলাম । স্নাত দৌড়ালে তুমি, আমি মুগ্ধ হলাম । অবিরত তোমাকে ভাবলাম … ভাবনার জগতে, তুমি আবারো ভিজলে । অসহায় আমি; তোমাকে শুকোতে… Continue reading সিক্ত তুমি