স্বপ্নপোকার রোজনামচা স্বপ্ন ও তুমি By প্রগলভ তারিক on Tuesday, May 10, 2011 স্বপ্ন বেড়ে গেলে, দু’য়ে দু’য়ে চার মেলাতে ভালো লাগে না । ভালো লাগে শুধু তোমার হাত ধরে হাঁটতে তোমাকে ভাবতে জোছনায় ভিজতে তোমার গন্ধ নিতে ইচ্ছা করে । আর তোমার স্পর্শ বুঝিয়ে দেয়, ভালোবাসা কারে কয় । Previous Post Next Post Related Posts স্বপ্নপোকার রোজনামচা স্বপ্নপোকার শীৎকার প্রেম নির্ভর কাঁচা কাব্য স্বপ্নপোকার রোজনামচা ভালবাসা দিবসে আমি স্বপ্নপোকার রোজনামচা অহেতুক, না অন্য কিছু