স্বপ্ন ও তুমি

স্বপ্ন বেড়ে গেলে,
দু’য়ে দু’য়ে চার মেলাতে
ভালো লাগে না ।
ভালো লাগে শুধু
তোমার হাত ধরে হাঁটতে
তোমাকে ভাবতে
জোছনায় ভিজতে
তোমার গন্ধ নিতে ইচ্ছা করে ।
আর তোমার স্পর্শ বুঝিয়ে দেয়,
ভালোবাসা কারে কয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *