প্রথম স্বপ্নটা আমার
অনেক পেকে যায় ।
স্বপ্নে জাগে পোকা
থোকা থোকা ।
অতঃপর ‘দূর হও’ বলে
হাতে নিই বিবর্ণতার ধারাপাত ।
এবং স্বপ্নে বিষন্নতা এলে
মনে হয় সটকে পড়ি ।
কিন্তু দেরি হয়ে যায়।
বেড়ে যায় শুধু পান্ডুলিপির পান্ডুরতা ।
প্রথম স্বপ্নটা আমার
অনেক পেকে যায় ।
স্বপ্নে জাগে পোকা
থোকা থোকা ।
অতঃপর ‘দূর হও’ বলে
হাতে নিই বিবর্ণতার ধারাপাত ।
এবং স্বপ্নে বিষন্নতা এলে
মনে হয় সটকে পড়ি ।
কিন্তু দেরি হয়ে যায়।
বেড়ে যায় শুধু পান্ডুলিপির পান্ডুরতা ।