১.
যদি ও কেবল যদি ভালোবাসো ;
বন্ধু তবে এসো প্রেমের মক্স করি ।
২.
যতোবার তোমার কাছে গেছি ;
ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি ।
৩.
কান্না লুকিয়ে থাকে চারপাশে …
অবসাদ মনের ।
৪.
কষ্টের সমানুপাতে তোমার স্পর্শ চাই !
৫.
কখনো কেউ একা আসেনা …
তুমি জড়িয়ে যাবে ।
তুমি গড়িয়ে যাবে ।
৬.
বালিকা
এমন কোন গায়েবি আওয়াজ কি বলে যাবে না ;
তুমি কী হারালে আজ ।
৭.
দুঃখ বদলে আমি সুখ পেতে চাই ।
কিন্তু অসুস্থ চোখে দেখি – ‘ বিক্রিত দ্রবাদি ফেরতযোগ্য নয় ‘ ।
৮.
প্রিয়তমা ;
বাতাসে গন্ধ ভাসে তোমার ।
৯.
স্বর্গ থেকে নেমে এসেছে অপ্সরী ।
ধুত্তেরিকা, ধ্যাত্তেরিকা ।
১০.
তোমার আছে অহংকার ;
আর আমার ঘুম ।
১১.
এভাবেই শুরু ।
দিগন্তে তাকিয়ে, জীবনের দিকে হাঁটা ।
১২.
অনিবার্যভাবে ঘটে চলেছে ক্ষয় ।
জীবন তুচ্ছ করার ভয়ে,
থামতেই হয় ।
১৩.
আমি বোমার তলে, আর সে উড়ে যায় তোমার কোলে ।
১৪.
বাতাসের ভেতরে বাতাস, আকাশের ওপারে আকাশ ।
আমার মাঝে আমি ।
১৫.
দীর্ঘরাতে জমে চিন্তার লাশ ;
সর্বনাশ ।
১৬.
হায়রে অভাগা দেশ ।
হাইওয়েতে সাইকেল চালায় দু’হাত তুলে বেশ ।
১৭.
অর্থহীন প্রেমের ভিড়ে,
খাপছাড়া আমি ।
তুমি ???
১৮.
সাদাকালো দুনিয়ায় ;
সম্পূর্ণ রঙিন একজন পাত্রীর জন্য পাত্র চাই ।
১৯.
তুমি আমি;
অনেক্ষণ একসাথে, তবু নির্বাক ।
২০.
স্বপ্ন আর বাস্তবে বিস্তর ফাঁক ।
সুতরাং স্বপ্ন দেখাটা থাক ।
২১.
বাহাদুরি ।
ভাঙতে ভাঙতে বসে পড়ি ।
২২.
দু’রকম বাসিন্দা ।
এক কানা, দুই আন্ধা ।
২৩.
হৃদয়পুরে ;
হৃদয় পুড়ে ।
২৪.
অজস্রবার গুমরে মরার পর বাঁচব একবার ।
২৫.
যারে না পাওয়া যায়;
তার পেছনেই যত ক্ষয় ।
২৬.
সুখ থেকে অসুখে ঢুকে পড়লাম ।
২৭.
সুখে নেই — স্বস্তিতে আছি ।
২৮.
ঘুম ভাঙে নগরীর কোলাহলে ।
তারপর টলোমলো পায়ে হেঁটে যায় নিঃস্ব হতে ।
২৯.
গর্ব ;
মনুষ্যত্বের ।
লজ্জা ;
পশুত্বের ।
আমার দোনোটায় আছে ।
৩০.
আঁকিবুঁকি ।
টেপা মাটি ।
আমার পুতুল ।
৩১.
ঘুম ভেঙে দেখি,
অদ্ভুত শুন্য সব ।
শুধু হৃদয়ে সেঁধিয়ে আছে তোমার আদ্যোপান্ত ।
৩২.
কল্পনার সব রঙ একসাথে মিশালাম ।
তারপর জানলাম,
বর্ণান্ধ আমি ।
৩৩.
নর্তকীর নাচের চেয়ে বেশি
আমি ভালোবাসি ।
কর্মরত নারীর
ঠোঁট বাঁকানো হাসি ।