স্বপ্নপোকা

শুদ্ধ ভালোবাসার নাম গন্ধ নেই ।
অসুস্থ বাতাসে শুধু
নেশার ফড়িং উড়ে ।
আজ তাই উত্সব হবে
অসংখ্য পোকামাকড়ের ভিড়ে ।

তোরা যারা বেলুন হবি
চলে আয় বাতাসের কাছে ।
স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা কেন আর মিছে ।

স্বপ্ন কামুকেরা এসো
মোরা দুম করে ফাঁটি ।
লম্বা মাঠে ডিম পেড়ে বলি
‘ ঘোড়ার ডিম ‘ অথবা ‘ সব মাটি ‘ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *