তোমাকে দেখলাম
আর দেখে ব্যাকুল হলাম ।
তোমাকে দেখলাম
যেভাবে বৃষ্টি দেখে কবি,
জানালার গরাদের ফাঁক থেকে দিগন্তে ।
যেভাবে সবুজ পাতাগুলো ভিজে যায়
রোদ-জল পিছলে পড়ে কচুরিপানায় ;
তোমাকে তেমন ভিজতে দেখলাম ।
স্নাত দৌড়ালে তুমি,
আমি মুগ্ধ হলাম ।
অবিরত তোমাকে ভাবলাম …
ভাবনার জগতে, তুমি আবারো ভিজলে ।
অসহায় আমি;
তোমাকে শুকোতে দেখিনি আজো ।