একদিন মৃত্যু হলো আমার প্রথম সত্তার ।
একটা স্তর খসে গেল ।
নতুন খোলসে আমি, পুনরধিকারে অঙ্গীকারবদ্ধ হলাম ।
দু’হাত তুলে স্লোগান দিলাম কাকপক্ষী পেল না টের ।
নিজের ভেতরে গুমরে মরল জেদ ।
বাড়ন্ত খেদটাও তেতে গেল সেই সাথে ।
নিজের দেহ আর সমাজটাকে এক করে দেখতে দেখতে
যখন নিজের গালেই চড় কশালাম; বেমালুম ভুলে গেলাম সব ।
নতুন খোলস, নতুন দেহ, নতুন সমাজ, নতুন দেশ, নতুন পৃথিবী ।
ধুস শালা, মৃত্যু দেখি প্রতিটি সহজ সমীকরণে ।