যেদিন তুমি
ভালবাসার নির্যাস
চেটেপুটে খাবে ।
বাঁকানো শরীরি ঢঙে
নাচবে অনুক্ষণ ।
সেদিন শব্দ হবে ।
কথোপকথনের জালে আটকে
ছটফট করবে আত্না ।
যখন স্পর্শ এনে দেবে লোভ,
অমীমাংসিত সঙ্গমের ।
সেদিনও শব্দ হবে ।
যেদিন তুমি
ভালবাসার নির্যাস
চেটেপুটে খাবে ।
বাঁকানো শরীরি ঢঙে
নাচবে অনুক্ষণ ।
সেদিন শব্দ হবে ।
কথোপকথনের জালে আটকে
ছটফট করবে আত্না ।
যখন স্পর্শ এনে দেবে লোভ,
অমীমাংসিত সঙ্গমের ।
সেদিনও শব্দ হবে ।