অদুর্ভেদ্য দুর্গ

দুর্গ গড়েছ তুমি চমৎকার ।
শত শত ঘর ।
সুসজ্জিত … মনোরম ।
পরিখা বেষ্ঠিত তোমার দুর্গ ।
পরিপূর্ণ যেনো … শুধু দুর্ভেদ্য নয় ।
কারণ তোমার কোনো সেনাপতি নেই !
নেই সৈন্যদল !
কব্জির জোরে তুমি পিছিয়ে গেছো ।
তাইতো নড়বড়ে তোমার সাম্রাজ্য ।
দুর্বল তুমি ব্রাত্যদের মতো ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *