বর্তমান

আমি লিলুয়া বাতাস শুঁকে দেখেছি ,
তাতে বাঙালির পেচ্ছাবের গন্ধ আছে ।
পচা রাজনীতির গন্ধ ।
কাঁচা মরে যাওয়া বিশ্বাসের দুর্গন্ধ ।
অনুভূতির সুবাসে বিদেশীপনার ঢং ।
লিলুয়া বাতাসে ,
কান পেতে শুনেছি হিন্দি গান ।
পরাণ তেতেছে ।

বন্ধ করেছি নাক , কান ।
এরপরই ঘনঘন থুতু ফেলার অভ্যাসটা আমার মাঝে এসে যায় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *