পাপের অভিসন্দর্ভ

বর্ধিষ্ণু পাপ, দগদগে পাপ ।
অসহায় বেঁচে থাকা ।
অজস্র সাবধানতা ভেঙে যায়,
পদতলে লুটিয়ে পড়ে কচি সাধুবাদ ।
তীক্ষ্ণ সাইরেনে পিছলে যায় রক্তপ্রবাহ ।
পরিনামে ঝকঝকে সাদা চাদর লাল হতে থাকে ।
অতঃপর লেজ গজালে,
সতেজতা নুইয়ে পড়ে মনুষ্যত্বের ।
সমাধান কিন্তু নিজ হাতেই আঁকিবুঁকি আঁকে ।
তবু দগদগে পাপে মাছি খেটে মরে ।
সুতরাং অবারিত সুস্থতা আজ ক্ষনস্থায়ী ।
এবং ভাবলেশহীন পাপটা আরো দগদগে হতে থাকে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *