পহেলা বৈশাখ ও আমরা

পহেলা বৈশাখ ।
বাংলা বাংলা খেলা ।
আমরা নববর্ষ উদযাপন করিব ।
বৈশাখে দারুণ ছাড় দেওয়া হইয়াছে ।
মীনাবাজারে মানুষের ঢল নামিয়াছে ।
এক শালা বক্তা সাজিয়া লেকচার কপচাইতাছে,
‘আসুন আমরা বাংলা ভাষা চর্চ্চা করি ।
কাল হো না হো ?’

এত কিছু দেখেও
অদ্ভুত শব্দে বাজে হৃদয়ের দামামা ।
আত্নারা মাতাল আজ ।
উড়াল দিতে হাতছানি দেয় মুগ্ধ আকাশ ।
আনন্দে খাপছাড়া হয়ে যায় ।
অবশেষে হয়ে উঠি এক একজন বাঙালি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *