আলাপে ব্যস্ত নাকের নাকফুল আর তুমি
এক অলংকৃত উপাখ্যান ।
চুপচাপ আমি তোমাতে নাস্তানাবুদ ।
হঠাৎ দুচোখে স্বপ্ন আসে ।
কোথায় নাকফুল !
কোথায় তুমি !
বর্ণালি প্রজাপতিতে ভরে গেছে চারপাশ ।
হাত বাড়ালেই স্বপ্নের প্রজাপতি,
পাখা মেলল দু-দুগুনে চারহাত ।
তোমার স্পর্শে আমার ঘোর ভাঙে ।
বাস্তবে এসে দেখি,
নাকফুলে ঠিকরে পড়ে তোমার ভালোবাসা ।