স্বপ্নপোকার রোজনামচা তোমার জন্য By প্রগলভ তারিক on Tuesday, May 10, 2011 বেঁচে রব ঠিক অস্বাভাবিকের মতো । কান্নার বুদবুদ উড়ে যাবে । অনন্ত মনের আকাশটা ভারি করতে । ব্যথায় কুঁকড়ে ছোট হয়ে যাব । নয়তো বেলুনের মতো ফুলে ফেটে যাব । বাতাস হব আমি, তোমাকে ছুঁয়ে যাবার আশা নিয়ে রোজ । Previous Post Next Post Related Posts স্বপ্নপোকার রোজনামচা স্বপ্নপোকার শীৎকার প্রেম নির্ভর কাঁচা কাব্য স্বপ্নপোকার রোজনামচা ভালবাসা দিবসে আমি স্বপ্নপোকার রোজনামচা অহেতুক, না অন্য কিছু