তোমার জন্য

বেঁচে রব ঠিক
অস্বাভাবিকের মতো ।
কান্নার বুদবুদ উড়ে যাবে ।
অনন্ত মনের আকাশটা ভারি করতে ।
ব্যথায় কুঁকড়ে ছোট হয়ে যাব ।
নয়তো বেলুনের মতো ফুলে ফেটে যাব ।
বাতাস হব আমি,
তোমাকে ছুঁয়ে যাবার আশা নিয়ে রোজ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *