যাবে ???
কোথায় ???
সকাল যেখানে রাত্রির পাছায় চেপে ডিগবাজি খায় ।
ঊর্ণনাভ নারীর সুতোয় আঙুল আটকে
যেখানে পুরুষেরা পথ হাটে ।
সে শহরের আকাশের রঙিন ঘুড়িগুলো
যেন ব্যস্ত হৃদয় ।
এবং ভোকাট্টা ঘুড়িটা হলো, বিদীর্ণ হৃদয়ের প্রতীক ।
মানুষ সেখানে —
উড়ে উড়ে যায় ।
কেটে কেটে যায় ।
নিজে নিজে ফেঁসে যায় ।
সে শহরে
তুমি আর আমি, আমার কাঁধে চড়ে আসব ঘুরে ।