তুমি পুচ্ছ নাচাও নি ।
পেখম মেলো নি ।
ডানা ঝাপটাও নি ।
কণ্ঠলোম ফুলিয়ে
বাকবাকুম করো নি ।
চিৎকার করো নি ।
ঠুকরে খাও নি কাদা ।
তবু, তুমি আমাকে চাও ?
তুমি পুচ্ছ নাচাও নি ।
পেখম মেলো নি ।
ডানা ঝাপটাও নি ।
কণ্ঠলোম ফুলিয়ে
বাকবাকুম করো নি ।
চিৎকার করো নি ।
ঠুকরে খাও নি কাদা ।
তবু, তুমি আমাকে চাও ?