জীবন ভাবনা

যাচ্ছেতাই প্রশ্ন যেখানে
অদ্ভুত রসিকতার সৃষ্টি করে ।
ডাস্টবিনে পরে থাকে
চিন্তার লাশ ।
ভাবনাগুলো সব
আগুনে পুড়ে মরে ।
আর কানাগলির মোড়ে
ঝুলে থাকে দীর্ঘশ্বাস ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *