জনৈকার প্রতি

তোমার গল্প আমি
ঢের শুনেছি —
রোজ শুনেছি ।
প্রতিটি মোড়ে ;
সকালে বিকালে ;
ব্যস্ততায় অবসরে ।

একদিন আমি
তোমাকে দেখি ।
তারপর আমিও
তাদের একজন ;
যারা রোজ
তোমার গল্প করে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *