কেউ কবি ঠাওরে ডেকে নিয়ে যাবে বলে,
অপেক্ষায় আছি।
বসে আছি কবিতা নিয়ে।
ভোরে।
রেললাইনের দু’পাশের দিনমজুরদের একজন হয়ে।
পেশিবহুল শরীর আর উদ্বিগ্ন মন নিয়ে।
ভয়, অনিশ্চিত একটা দিনের।
বাক্য কাটি, মাটি কাটি।
কবিতা গড়ি, দালান গড়ি।
সব এক,
এখনকার ভাবনায়।
পরে
সবকিছু অন্যরকম।