কপাট খুলে দেখলাম নগ্ন নারী ।
অদ্ভুত আঁধারে অদ্ভুত দেহ তার ।
অবধারিত ভালোবাসায়
আমি স্তব্ধ হই ।
স্বপ্ন ঘুমে হারিয়ে
আমি রঙিন সুতো খুঁজি …
সুতোয় জড়ালাম আমার নারীকে ।
তবু
নারীর কপাট খুলে দেখি নি আজো ।
কপাট খুলে দেখলাম নগ্ন নারী ।
অদ্ভুত আঁধারে অদ্ভুত দেহ তার ।
অবধারিত ভালোবাসায়
আমি স্তব্ধ হই ।
স্বপ্ন ঘুমে হারিয়ে
আমি রঙিন সুতো খুঁজি …
সুতোয় জড়ালাম আমার নারীকে ।
তবু
নারীর কপাট খুলে দেখি নি আজো ।