একদিন প্রতিদিন

স্বপ্ন দেখাটাই
আমার স্বপ্ন ।
যখন ভোরে ঘুম ভাঙে
একটা নতুন স্বপ্ন পাই ।
নরম সুন্দর সেসব স্বপ্ন ।
দিনের সূর্যের সাথে গলে যায়
আমার স্বপ্ন ।

অথচ
আর একটা স্বপ্ন পাবার আশায় ;
আমার জীবনে রাত আসে, প্রতিদিন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *