বর্ষাকে ঠাহর করতে গিয়ে
এবার আষাঢ়স্য প্রথম দিবসে
আমি মাচান খুঁজি ।
বর্ষা না আসুক
বান ডেকে গেছে।
এ মৌসুমে
কদম ফুল হাতে নিয়েছি একবার।
প্রেমিকার খোঁপায় গুঁজতে গিয়ে সেটাও হারিয়ে গেছে।
এবার খুব জোরেসোরে নামবে,
এরকমই শোনা যাচ্ছে।
তা নামুক ।
তবে আমার আবেগকে ভাসিয়ে না নিয়ে গেলেই হয়।