আমি ও আমার মৃত পূর্বপুরুষেরা

অদৃশ্য কালিতে লেখা গল্পটার যখন শেষ ;
তখন লেখক অবাক নিরপরাধ রাজ্যের
গেট-পাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ।

আমরা ধূসর রাজ্যে
সাদা গলির বাঁ পাশটায় দাঁড়িয়ে ।
সেখানে চেতনা হাতড়ে হাতড়ে
হঠাৎ পেয়ে যায় একটা সদ্য গোটা পাণ্ডুলিপি।
অদ্ভুত পান্ডুলিপিটার প্রতিটি পৃষ্ঠায়
মানুষের হাতের গন্ধ থাকলেও
কোনো দৃষ্টিগোচর বর্ণ নেই ।
হঠাৎ জল আর উত্তাপের রাসায়নিক পৃষ্ঠপোষকতায়
ফুটে উঠতে থাকে একের পর এক বর্ণ ।
কিন্তু কখনো কখনো সব সাদা ।
অদৃশ্য কলমের সেই তীর্যক বাস্তবতা আজো জানতে পারি নি ।

অহেতুক হয়ে ওঠা জীবনটা কেমন গা ঝেড়ে দাঁড়িয়ে যায় ।
মৃত পূর্বপুরুষেরা সার বেঁধে আমাকে ঠেলে দেয় সামনে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *