আমরা একজন নেতা চাই

ধিক
কিংবদন্তির চ্যালারা ।
তোমারা কোথায় ডুব মারলে ?
সময় স্তব্ধ ;
ভাবখানা এমন,
আর কখনই সে জাগবে না ।
আকাশ,
নীল আর জমকালো নয় ।
সব লক্ষ্যই অভেদ্য ।
তাই প্রাণীরা চিৎকার করছে,
আর মানুষ আর্তনাদে হা করে আছে ।
ব্যস্ততায়,
সবাই দিগ্বিদিক ছুটছে ।
কিছু বলতে গেলে,
লম্বা দৌড়ের কোনো আগামাথা নেই ।
এদিকে মঞ্চে, একজন খুব বয়ান মারছে ;
‘তোমাদের ভবিষ্যত অন্ধকার ।
তবু আকাশ আবার নীল হবে …
যখন মাটি …
হুঁশিয়ার …
যত্তোসব ।

আকণ্ঠ দুবে যাবার পর সবার হুঁশ হলো ।
কিন্তু চৌকাঠ বড় উঁচু ।
তাই পেছন ফিরে আমাদের নায়করা চোখ বুজল ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *