আত্ম ভাবনা

প্রশ্নঃ
ভোরের সূর্য আমাকে দুম করে বলে,
‍‌‌‌’ তুমি নষ্ট হয়েছ কি ? ‘

সংশয়ঃ
বাতাস আমায় দুঃখ দিয়ে বারবার বদলে যায়।
চেনা আলো আমায় ছেড়ে অচেনা পথে চলে।
শিশির ভেজা ঘাস আমার স্পর্শ নিতে দ্বিধা করে কেন ?
বৃষ্টির জল আমাকে ভেজাতে অস্বীকার করে।
নদীর জল আমার প্রতিচ্ছবিকে লুকিয়ে রাখে।

উত্তরঃ
রোজ দু’বেলা আমি কাঁদতে বসি।
গোধূলিতে দিগন্ত আমাকে হাতছানি দিয়ে ডাকে।
আজো শুনি শব্দ;
যা হৃদয়ের পাহাড়ে ধাক্কা খেয়ে, প্রতিধ্বনি হয়ে এলো।
প্রতিদিন আরো তিনদিন বাঁচতে ইচ্ছা করে।

তাহলে, আমি কেন নষ্ট হব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *