আত্নহননে জিজ্ঞাসা

ঘটনার পর্ববিন্যাসে উপেক্ষিত সম্রাট কি,
শেষ পর্যন্ত আত্নহননের পথ বেছে নেবে ?
চলে যাবে মৃতদের ঝাঁকে ।
অথবা ঘুম পরীর স্পর্শে মিলিয়ে যাবে আত্না তার ।

আর কত কিছু ভাবব …
হলদে শাড়ির পাড়ে লেগে আছে কষ্টের দাগ ।
আর নীল শাড়িতে ফুটে আছে আদরের চিহ্ন ।

আর কত কিছু ভাবব …
ভাবনা থাক চেপে যাক আত্নহনন ।
আবার শুরু হোক আস্বাভাবিকের ছলচাতুরি, বাহাদুরি, অং-বং ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *