অবেক্ষণ ও আর্তনাদ

সমান তালে দুলছি ।
ডানে বামে , বামে ডানে ।
সরল ছন্দিত স্পন্দনে ,
দুলতে দুলতে
যখনই চোখ বুজছি ,
তখনই শুনছি চিৎকার ।
তোমাদের …
আমাদের …

পতনের স্বাদ ,
পুরোপুরি পাবার আগেই ,
চিৎকার করে সরে যাচ্ছি ।
সরে যাচ্ছি
অনাকাঙ্ক্ষিত জীবনে ।
হড়কে যাচ্ছি
দীর্ঘ খাদে …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *