অনিরুদ্ধ ভালো লাগার পশ্চাতে
ঝুরোঝুরো স্বপ্ন
তালগোল পাকিয়ে শুধু তোমাকেই প্রকটিত করে ।
এক … দুই
উর্ধ্বক্রমে সাজিয়েছি তোমাদের ।
এবং প্রতিবার, সবশেষে তোমাকে পেয়ে,
আমি উল্লাসে টগবগ করে ফুটেছি ।
তারপর ঝরেছে বৃষ্টি ।
যদি তুমি দলছাড়া হয়ে,
সে বৃষ্টতে ভিজে থাকো ;
তবে নিশ্চিত তুমি আমাকে ভালোবাসো ।